Terms and Condition
- ক্যাশব্যাক অফারে ফুল পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা যাবে বিকাশ, নগদ এবং যেকোন ব্যাংকের ক্রেডিট কিংবা ডেভিট কার্ড দিয়ে।
2. ক্যাশব্যাক মানি প্রোডাক্ট ডেলিভারির ৩-৭ কর্মদিবদের মধ্যে জমা দেওয়া হবে PAFGওয়ালেটে। যেটি ব্যবহার করা যাবে pafg.com.bd এর যেকোন রেগুলার পণ্য ক্রয়ের জন্য।
3.নতুন পণ্য ক্রয়ের সময় ওয়ালেট থেকে ক্যাশব্যাক মানি ব্যবহার করা যাবে ১০০%।
4.ওয়ালেট সম্পূর্ণ ইন্ডিপেনডেন্ট। কোনো ধরনের পারশিয়াল পেমেন্ট গ্রহণযোগ্য নয়।
5.ক্যাশব্যাক অফারে প্রোডাক্ট ডেলিভারী করা হবে ১০-২০ কর্মদিবসের মধ্যে।
6. ২০ দিনের আগে কোন বায়ার অর্ডার ক্যান্সেল করতে চাইলে সেক্ষেত্রে “ক্যাশব্যাক মানি” ব্যাতিরেখে বাকি টাকা রিফান্ড করা হবে এবং কোন কারণে প্রোডাক্ট দিতে না পারলে সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট মানি রিফান্ড করা হবে।
বিঃদ্রঃ
-
অনিবার্যিত কারণবশত ক্যাম্পেইন এর যেকোন পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার সকল ক্ষমতা রাখে PAFG BD LTD কর্তৃপক্ষ।
-
এখানে ব্যবহৃত “ক্যাশব্যাক মানি” সম্পূর্ণ pafg.com.bd- এর অভ্যন্তরে ব্যবহারযোগ্য একটি রিএওয়ার্ড বোনাস। কোন ব্যাংক বা দেশের বাজারে এর বিনিময় যোগ্যতা নেই।